কোটা সংস্কার আন্দোলনের সময় সাভার ও নারায়ণগঞ্জে সহিংসতার মধ্যে গুলিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুই বাসিন্দা নিহত হয়েছেন।
একজন কাজ শেষে ফেরার পথে এবং অন্যজন কৌতূহলী হয়ে বাসার নিচে নেমে গুলিবিদ্ধ হন।
এদের মধ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ মাহমুদ খান (১৩) সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা খানপাড়া গ্রামের মো. বাহাদুর খানের ছেলে। অপরজন মো. তুহিন আহমেদ (২৮) বাস করতেন তালেবপুর ইউনিয়নে। তিনি এ ইউনিয়নের ইসলামনগর গ্রামের শেখ বুদ্ধের মেয়ের জামাই। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে, বাবার নাম মো. সাইদুল ইসলাম।