পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হন তিন পুলিশ কর্মকর্তা। কিন্তু পুলিশের করা মামলায় আন্দোলনকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের প্রতিবাদে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ মিছিল হয়।
ওই বিক্ষোভে পুলিশ প্রথমে টিয়ার শেল, এরপর সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে আহত হন কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী, এসআই মোশারফ হোসেন হাবিব ও এসআই মেহেদী হাসান শুভ।