কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে বিস্ফোরক আইনে করা একটি মামলায় বাসা থেকে কলেজপড়ুয়া ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় বুকে ব্যথা অনুভব করেন ওই ছাত্রের বাবা। কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজি সড়কের একটি বাসায়।
নিহত ব্যক্তির নাম সামছুল আলম (৫২)। পরিবারের ধারণা, পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার কলেজছাত্রের নাম সাইফ মোহাম্মদ আলী। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।