স্কুলের ক্লাসরুম বলতেই আমাদের চোখের সামনে কিছু ছবি ভেসে ওঠে। যেখানে রয়েছে টেবল, চেয়ার, ব্ল্যাকবোর্ড, চক। বেঞ্চে বসে রয়েছে পড়ুয়ারা। আর তাদের শিক্ষাদানে ব্যস্ত শিক্ষক-শিক্ষিকা। সাধারণ ক্লাসরুম বলতে আমরা এই ছবিই দেখে এসেছি। তবে সম্প্রতি এই ক্লাসরুমের এক অন্য ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশের আলিগড়ের এক প্রাথমিক বিদ্যালয়ে।
এখানে ক্লাসরুমে শিক্ষিকা পড়াচ্ছেন না। পা ছড়িয়ে ঘুমোচ্ছেন মেঝেতে। আর তাঁকে হাওয়া দিচ্ছেন পড়ুয়ারা। এই ছবিই সম্প্রতি ভাইরাল হল ইন্টারনেটে।