ওয়ানডে বিশ্বকাপে দারুণ ব্যর্থতার পর অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন কিছুর স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মেগা আসরটিতে অংশ নিয়ে তাদের থামতে হয় সেমিফাইনালে। পরপর দুই ফরম্যাটের বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করলেন ইংলিশদের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ ম্যাথু মট।
যদিও ইংল্যান্ডের দুই ফরম্যাটের প্রধান কোচের পদে তার সঙ্গে চুক্তি ছিল চার বছরের। মাঝপথেই তিনি আজ (মঙ্গলবার) দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর আগে গত নয় মাসে দলীয় পারফরম্যান্সের পর্যালোচনা করতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি’র সঙ্গে বৈঠকে বসেন মট। এরপরই তিনি দায়িত্ব ছাড়ার কথা জানান। মট চলে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তার সহকারী হিসেবে থাকা মার্কাস ট্রেসকোথিককে।