বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কোনো কিছু জানতেই সেখানে সার্চ করছেন। এছাড়া গুগল ড্রাইভে জমা রাখছেন জরুরি ছবি, ভিডিও, ফাইল। তবে এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে।
যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার গুগল অ্যাকাউন্ট। কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে আপনার গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। জেনে নিন কীভাবে বুঝবেন আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না-
১. আপনার ফোনে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক অ্যাক্সেস দেখতে পাচ্ছেন কি না খেয়াল রাখুন। এ ধরনের অ্যাক্সেস শনাক্ত করতে অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে আপনি গত ২৮ দিনের লগইন কার্যক্রম দেখতে পারবেন।
২. আপনার গুগল অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগইন আছে তা দেখুন। কোনো ডিভাইস সন্দেহজনক মনে হলে তা রিমুভ করে দিন।
৩. গুগল অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করার জন্য অনুমোদিত অ্যাপ এবং ওয়েবসাইটগুলি পরিদর্শন করা উচিত। থার্ড পার্টি অ্যাপগুলো ডিলিট করে দিন।