এক যুগের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, দেশে-বিদেশে চিকিৎসা আর এ সবের মধ্যেই জীবিকা চালিয়ে নেওয়ার সংগ্রাম থামিয়ে চলে গেলেন নব্বই দশকের গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল।
মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
জুয়েলের মেজ ভাই মহিবুল রেজা রুবেল গ্লিটজকে বলেন, “ওর অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু গত রাত থেকে শ্বাসকষ্টের সমস্যাটা হঠাৎ বেড়ে যায়। সকালে হাসপাতাল থেকে ফোন করে আমাদের সবাইকে আসতে বলা হয়৷ আমরা হাসপাতালে পৌঁছানোর ৩০-৪০ মিনিট পরে জুয়েল মারা যায়।”