কথা ছিল, এবারও ৩০ জুলাই ববিতার জন্মদিন কাটবে কানাডায় একমাত্র ছেলের কাছে। কয়েক বছর ধরে দিনটিতে এমনটাই হচ্ছে। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে কয়েক দিন হাসপাতালে থাকার কারণে এবার আর তা হচ্ছে না। জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর। জানালেন আরও কিছু ভাবনাচিন্তা।
কানাডায় যাওয়ার নতুন তারিখ ঠিক করেছেন?
ববিতা: করোনায় আক্রান্ত হওয়ায় ফ্লাইট পিছিয়ে দিয়েছি। আশা করছি, দিন দশেকের মধ্যে আবার উড়াল দিতে পারব। সবাই বলছেন, ‘তুমি শারীরিকভাবে এখনো দুর্বল। এর মধ্যে এত লম্বা সময়ের ভ্রমণ করা ঠিক হবে না। ছেলে ওখানে একা থাকে, চাকরি করে। গিয়ে আবার যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে কে দেখবে?’ একেবারে সুস্থ হয়ে তারপর যাওয়ার পরামর্শ দিয়েছেন সবাই।
এবারের জন্মদিনে তো তাহলে আপনার ছেলে মায়ের সঙ্গটা মিস করবেন...
ববিতা: একদম তা–ই। ওর খুব ইচ্ছা ছিল, মাকে নিয়ে সারপ্রাইজ দেবে, কত কী করবে! মাকে নিয়ে এখানে যাবে, ওখানে যাবে, ঘুরবে, খাবে। যাক, এবার হলো না আরকি। ভালো–মন্দ মিলেই তো মানুষের জীবন। কী আর করা! যা হওয়ার হয়েছে। সবকিছু যে ভালোই হবে, তা-ও নয়।
আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। জীবনের এই সময়ে এসে জীবনটা নিয়ে কী উপলব্ধি হয়?
ববিতা: ধন্যবাদ। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। গেল বেশ কিছুদিন দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল। আত্মীয়স্বজন সবই তো দেশের বাইরে। তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হয়, খোঁজখবর নিতে হয়। কিন্তু পারিনি। এখনো সেভাবে পারছি না। তাই মনটা খারাপ আরকি। এই সময়ে এসে ইন্টারনেট বন্ধ করাটা তো মোটেও যৌক্তিক নয়।