শাফিনকে শেষশ্রদ্ধা জানানো যাবে যেখানে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ০৯:৪২

শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানকার দার আলনূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শিল্পীর জানাজায় হাজির হয়েছিলেন হাজারো বাঙালি। গতকাল সোমবার দেশে আনা হয়েছে শাফিনের মরদেহ। আজ (৩০ জুলাই) ঢাকায় হবে তার দ্বিতীয় জানাজা।


পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীকে কোথাও নেওয়া হবে না। দুপুর ১২টায় গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে তার মরদেহ। সেখানেই শিল্পীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ব্যান্ডদল মাইলসের পক্ষ থেকে জাগো নিউজকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে শাফিনের মরদেহ কোথাও নেওয়া হবে না। যেহেতু মৃত্যুর পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই দ্রুত জানাজা শেষে শিল্পীকে দাফন করতে চান তারা। মাইলসের সদস্য মানাম আহমেদ বলেন, ‘যারা শ্রদ্ধা নিবেদন করতে চান, তাদের আজাদ মসজিদেই আসতে হবে। সেখান থেকে আমরা সরাসরি লাশ নিয়ে যাব বনানী কবরস্থানে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us