কোটা সংস্কারের আন্দোলন ঘিরে এক অন্যরকম বাংলাদেশকে দেখলো সারা বিশ্ব। আর এর নেপথ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা বিশাল।
বলার অপেক্ষা রাখে না বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোয় এই আন্দোলনকে কেন্দ্র করে প্রথমে ৬ জন শিক্ষার্থী হত্যা এবং পরবর্তীতে এর জের ধরে সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভের জেরে ২ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমের সুবাদে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।