বিসিএস ২৪তম ব্যাচের কাঁটা ‘বিএনপি আমলে নিয়োগ’

আজকের পত্রিকা প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১৩:৪১

বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তাদের নিয়োগের স্বচ্ছতা নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী। এতে নড়েচড়ে বসেছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। পদোন্নতির অপেক্ষায় থাকা এই ব্যাচের কর্মকর্তাদের বিষয়ে নতুন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে। ফলে নির্ধারিত সময়ে তাঁদের পদোন্নতি হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


২৪তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শুরু হয় ২০০২ সালে। আর চূড়ান্ত নিয়োগ হয় ২০০৫ সালের ১৩ জুন। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার এ সময় ক্ষমতায় ছিল। এ কারণে এসব কর্মকর্তার ছাত্রজীবন এবং পরিবার, আত্মীয়স্বজনের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। বিশেষ করে ওই সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-শিবিরের পদধারী যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us