প্রযুক্তিগত বিভ্রাটের কারণে গত শুক্রবার সকালে যুক্তরাজ্যের অনেক ট্রেনযাত্রী বিপাকে পড়েন। বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হচ্ছিল। ওই দিন সন্ধ্যায় অ্যাসকট-ব্যাগশট রুটে ট্রেন চলাচল আরও বেশি বিলম্ব হওয়ায় চিন্তায় পড়ে যান যাত্রীরা। পরে জানা যায়, একটি কচ্ছপের কারণে বিলম্বের মুখে পড়েছে ট্রেনটি।
যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ স্কাই নিউজকে জানায়, ট্রেনটির চালক বিলম্বের কারণ উদ্ঘাটন করেন। সন্ধ্যা ছয়টার একটু পরে তিনি অ্যাসকট স্টেশনের কাছে রেললাইনের ওপর একটি কচ্ছপ দেখতে পান। সোলোমন নামের ওই কচ্ছপের কারণেই কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল।