পূর্ব এশিয়ার এই দেশটির নাগরিকেরা বেশ ভ্রমণপ্রিয়। নিজেদের দেশে তো বটেই, ফুরসত পেলেই ছুটে যান বিশ্বের নানা প্রান্তে। তবে তাঁদের পছন্দের তালিকায় শীর্ষ বিদেশি গন্তব্য জাপান, থাইল্যান্ডসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ। দূরদেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রাজিল। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) তথ্য অনুযায়ী, গত বছর এই দেশটির মানুষ বিদেশে ভ্রমণে সবচেয়ে বেশি ব্যয় করেছেন।
অর্থের অঙ্কে যা ১৯৬ দশমিক ৫ বিলিয়ন বা ১৯ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। দেশটির নাম চীন।