সুস্থ স্বাভাবিক নখ সুস্বাস্থ্যের লক্ষণ। ত্বক যেমন কেরাটিন দিয়ে তৈরি, নখেও থাকে শক্ত কেরাটিন। স্বাভাবিক নখ হালকা গোলাপি রঙের হয়ে থাকে। স্বাভাবিক নখে কোনো গর্ত, দাগ হয় না, সেটি হয় মসৃণ। অনেক সময় দেখা যায় নখ ভঙ্গুর হয়ে যায়। অল্পতেই ভেঙে ভেঙে আসে।
ভঙ্গুর নখ বলতে শুষ্ক, ভঙ্গুরপ্রবণ নখকে বোঝায়। নখ যদি হঠাৎ ভঙ্গুর হয়ে যায়, তাহলে হতে পারে সেটি কোনো সমস্যার লক্ষণ।