সেমিফাইনালে বাংলাদেশের হার নিয়ে যা বললেন কোচ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ২০:০৭

চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিংয়ে ভঙ্গুর দশা। বড় দল সামনে পড়লেই ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে। প্রতিপক্ষ বোলারদের কিছুতেই দাঁড়াতেই পারছেন না টাইগ্রেস ব্যাটাররা। গতকাল এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষেও একই চিত্র দেখা গেল। প্রথমে ব্যাট করে মোটে ৮০ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। যা ভারত ১১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়।



এদিকে, আগামী অক্টোবরে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার আগে নিজেদের যাচাই করে নেওয়ার বড় মঞ্চ ছিল এবারের এশিয়া কাপ। কিন্তু সেখানে বাংলাদেশ আরও একবার হতাশা উপহার দিলো। আবারও সেই হতাশায় জড়িয়ে আছে ভারতের নাম। বাংলাদেশ ক্রিকেটে বহুবারই স্বপ্নভঙ্গের কারণ হয়েছে প্রতিবেশী দেশটি। এজন্য অবশ্য নিজেদের ব্যর্থতার দায়ই নিলেন টাইগ্রেস কোচ ও অধিনায়ক জ্যোতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us