আদিত্য চোপড়ার হাত ধরে বলিউডের স্পাই ভার্সের নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’তে পা রাখছেন আলিয়া ভাট। এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অ্যানিমেল খ্যাত অভিনেতা ববি দেওল।
সিনেমাতে আলিয়া ও ববির দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য শ্যুটিং সেটে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল করা হয়েছে। শ্যুটিংয়ের ছবি যেন বাইরে ফাঁস না হয় সে কারণেই বিশেষ ১০০ জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে।