‘আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশনা দেওয়া ছিল না। কিন্তু রংপুরের ছাত্রটি কীভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো, সেটি তদন্তের বিষয়। আমরা সেটার সঠিক তদন্তের দাবি জানাই। একইসঙ্গে রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীকে কে বা কারা গুলি করেছে, আমরা তারও সুষ্ঠু বিচার দাবি করি। কারণ, ওই শিক্ষার্থী যেখানে গুলিবিদ্ধ হয়েছে, সেখানে তার যাওয়ার কথা নয়।’
আজ শনিবার দুপুরে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি পরিদর্শন করেন। ১৮ জুলাই আন্দোলনের সময় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সভায় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী প্রমুখ।