সবার পরাজয়

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ১৭:৫০

আমাদের বিস্ময়বোধ যে কত প্রবল কোটা আন্দোলনকে ঘিরে দেশে সংগঠিত অপকর্মগুলোতে তার পরিচয় মিলেছে। এত এত মৃত্যু আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো বীভৎসতায়, হিংসার নৃশংসতায়, উন্মত্ততায় আর বর্বরতায় স্তম্ভিত আমাদের বিস্ময়ের শেষ নেই। আমরা আর কোনো আন্দোলনে এত মানুষের মৃত্যু, এত ধ্বংস দেখিনি।


অথচ পুনরাবৃত্ত এই অপকর্মগুলোর উৎস যে দেশে বরাবরই বিরাজমান সেটা ভেবে একটু গভীর হলে তা এড়ানো যেতো। আক্ষেপের কথা, আমরা প্রায়শই বিচ্ছিন্ন বৃক্ষগুলোকে দেখি, কিন্তু এই বৃক্ষরাজির সমাহারে সৃষ্ট অরণ্য আমাদের চোখে পড়ে না। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে শুধু বল প্রয়োগে বা আদালতের দোহাই দিয়ে উপেক্ষা করার চেষ্টা ছিল, সমাধান চায়নি তারা যাদের হাতে সমাধান ছিল। আর চায়নি বলেই আন্দাজ করে তারা বলেছেন যে, শিক্ষার্থীদের ভিতর জামাত-বিএনপি ঢুকে পড়ছে, কিন্তু আলোচনা করে, শান্তিপূর্ণ সমাধান করে সেই প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেন নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us