রণপায় হাঁটার প্রচলন কীভাবে শুরু হয়েছিল, জানেন

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ১৬:১৯

দীর্ঘ এক জোড়া বাঁশ বা কাঠের লাঠি। মাঝখানে পা রাখার আড়াআড়ি ব্যবস্থা। তাতে পা রেখে লম্বা লম্বা কদমে হাঁটা যায়। এক পা ফেলা মানেই যেন দশ পা ফেলার সমান। নব্বই দশক বা তার আগে অনেক শিশু-কিশোরই এই খেলা খেলেছে। অঞ্চলভেদে এর বিভিন্ন নাম। তবে ‘রণপা’ নামেই বেশি পরিচিত।


বর্তমানে বিনোদনের মাধ্যম হলেও প্রাচীন যুগে কিন্তু বিবিধ কাজে ব্যবহৃত হতো রণপা। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে রাখালেরা গবাদিপশুর পাল নজরে রাখতে এটি ব্যবহার করত। এতে লাঠির ওপর দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যেত ভেড়া-বকরির পাল। নির্মাণশিল্পেও এর বহুল ব্যবহার ছিল। উঁচু উঁচু দালান তৈরির সময় নির্মাণসামগ্রী ওঠানো-নামানো, দেয়ালে আস্তরণ দেওয়া কিংবা রং করার মতো কাজগুলো করা হতো রণপা পরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us