বেশ ঘটা করে গেল বছর চরকি ঘোষণা দিয়েছিল কলকাতার শিল্পী-কুশলীদের সঙ্গে কাজ করার। কিন্তু কাজ শুরু আগেই বিপত্তি। বাংলাদেশ আন্তর্জাতিক আইনে ওপার বাংলায় কাজ করতে গেলে চরকিকে চারগুণ কর বা অর্থ দিতে হবে। হিন্দি ভাষাভাষীদের জন্য সেই অর্থের পরিমাণ আরও দ্বিগুণ। এতে চরকি হাত গুটিয়ে নেয়।
কলকাতার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে আলোচনায় বসবে বলেও জানায় চরকি। কিন্তু কেউই নাকি যোগাযোগ করেনি আর। তার মধ্যেই ‘কিসমিস’, ‘দিশখুশ’খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও মধুরা পালিত নামের এক ক্যামেরাম্যান বাংলাদেশে এসে চরকির সঙ্গে কাজ করেছেন গোপনে। সেই খবর জানতে পেরে দুজনকেই তলব করেছে কলকাতার পরিচালকদের ফেডারেশান।