কানাডার পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর জ্যাসপারের একটি অংশ ভয়াবহ দাবানলে পুড়ে গেছে। আগুনে বিভিন্ন ভবন রক্ষায় দমকল কর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জ্যাসপার আলবার্টা প্রদেশের জ্যাসপার ন্যাশনাল পার্কের মাঝখানে অবস্থিত। এই শহর ও পার্কে বছরে প্রায় দুই মিলিয়নেরও বেশি পর্যটকের সমাগম ঘটে।
তবে সোমবার পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। কর্মকর্তাদের অনুমান, তখন পার্কে ১৫ হাজার দর্শনার্থী ছিল।