ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

যুগান্তর প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১২:১৭

নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলকে। সেই লক্ষ্যে গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতিটাও ভালোই সেরেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে আসল পরীক্ষায় নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ দলের ভাবনায় এখন সেরা একাদশ নির্বাচন।


গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পাওয়ায় সেই একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। কেননা, ওই ম্যাচে এশিয়া কাপে নিজেদের রেকর্ড রানের দেখা পেয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা করেছিল ২ উইকেটে ১৯১ রান। যেখানে ওপেনার দিলারা আক্তার ২০ বলে ৩৩, মুর্শিদা খাতুন ৫৯ বলে ৮০ ও জ্যোতি ৩৭ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন।


এরপর বল হাতেও বেশ কার্যকর ছিলেন বাংলাদেশের বোলাররা। মালয়েশিয়াকে অলআউট করতে না পারলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ৭৭ রান তুলতে পেরেছিল মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ১১৪ রানের বিশাল ব্যবধানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us