সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন সংঘাত নিয়ন্ত্রণে নাস্তানাবুদ হতে হয়েছে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি)। হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষে শুরুতেই বেকায়দায় পড়েন পুলিশ সদস্যরা। সুযোগ পেয়ে রাজধানীর পথে পথে অবরুদ্ধ করে তাঁদের ওপর হামলা চালানো হয়।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, আন্দোলনকারীদের তুলনায় মাঠে কম সদস্য থাকায় জনগণের নিরাপত্তা তো দূরের কথা, উল্টো নিজেদের রক্ষা করতেই হিমশিম খেতে হয় তাঁদের। অভিযানে যুক্ত হওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেন।
এই উপলব্ধি থেকে ভবিষ্যতের সহিংসতা প্রতিরোধে নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমপি। পুলিশ কর্তারা মনে করছেন, সামর্থ্য থাকার পরও শুধু সংখ্যার দিক থেকে পিছিয়ে পড়ায় পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল।