মহাখালী কাঁচাবাজারের সামনে দুদিন ধরে ঝালমুড়ি নিয়ে বসছেন আব্দুল বারেক, তবে ক্রেতা না পেয়ে ঠায় বসেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কারফিউ জারি হলে বেচাকেনা বন্ধ হয় তার। টানা চার দিন বেকার বসে থাকায় তার পকেটে পড়েছে টান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বারেক বলছিলেন, “অনেক আশা নিয়ে বুধবার থেকে দোকান চালু করছি। কিন্তু ক্রেতা নেই। আজ (বৃহস্পতিবার) দুপুরের আগে খুলে বিকাল হয়ে গেল, মাত্র তিনজন ক্রেতা পাইছি।”