চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় বিপাকে পড়েছে বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলো। সেই সঙ্গে চীন সরকার ইন্টারনেটে বিলাসব্যসন প্রদর্শনের বিরুদ্ধে যেভাবে খড়্গহস্ত হয়েছে, সেটাও তাদের ব্যবসায় প্রভাব ফেলছে।
বিবিসির সংবাদে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে এশিয়া অঞ্চলে ফ্রান্সের বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের ব্যবসা ১৪ শতাংশ সংকুচিত হয়েছে। বছরের প্রথম প্রান্তিকে তা কমেছিল ৬ শতাংশ। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা আরও খারাপ হয়েছে। এশিয়ার এই হিসাবের মধ্যে চীন অন্তর্ভুক্ত, জাপান নয়।