২৪ জুলাই (২০২৪) ফেসবুক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে দুষ্কৃতকারীদের সমর্থক গোষ্ঠী লিখতে শুরু করেছে, ‘জুলাই-এর পর কিন্তু ১৫ আগস্ট।’ অর্থাৎ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৭৫ সালের ঘটনা স্মরণ করিয়ে হুমকি দেওয়া শুরু করেছে। এতদিন কষ্ট করে যে বাংলাদেশের উন্নয়ন করলেন, মানুষের ভোট ও ভাতের দাবি নিয়ে লড়াই করলেন জননেত্রী- মুহূর্তে ভুলে গিয়ে স্পর্ধা দেখানো আরম্ভ করেছে বিপথগামী তরুণসমাজ।
আসলে বেইমান ও নিমকহারাম জাতির সন্তান এরা। সামষ্টিক মঙ্গল চিন্তায় যেখানে শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন সেখানে মীমাংসিত এবং তুচ্ছ বিষয় কেন্দ্র করে ১৫ আগস্টের নির্মম ঘটনা স্মরণ করিয়ে দেওয়া কতটা অপরাধ এটাও কি তাদের বুঝিয়ে দিতে হবে? এদের মগজ ধোলাই করেছে কারা? নিশ্চয় বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররা। নিশ্চয় জামায়াত-বিএনপি দলের নেতাকর্মীরা। এজন্য নাশকতার কাঁটা মাড়িয়ে এগিয়ে যেতে হবে উন্নয়নের উচ্চ শিখরে।