নিজের দল ও দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতৃত্বের ভার তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৪ জুলাই) ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, মানুষের জীবনে দীর্ঘ অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে। গুরুত্ব রয়েছে নতুন কণ্ঠেরও। এগুলো বিবেচনা করেই ক্ষমতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।