টি-রেক্স ডাইনোসর কি প্রচলিত ধারণার চেয়েও বড়?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১৭:১৮

বিলুপ্ত প্রাণী ডাইনোসরের মধ্যে সম্ভবত সবচেয়ে পরিচিত প্রজাতি হচ্ছে ‘টাইর‍ানোসরাস রেক্স’, যার সংক্ষিপ্ত নাম ‘টি-রেক্স’। বিশেষ এই ডাইনোসর যতটা বড় বলে এতদিন ধারণা ছিল, গবেষকরা বলছেন, এটি আদতে তার চেয়েও বড়।


বিজ্ঞানীদের দাবি, এ প্রজাতির ডাইনোসর সম্ভবত তাদের আগের ধারণার চেয়ে ৭০ শতাংশ ভারী ও ২৫ শতাংশ দীর্ঘ ছিল।


গবেষণা অনুসারে, বিশ্বের অন্যতম বৃহৎ এ ডাইনোসর প্রজাতির সম্ভাব্য ভর ছিল ১৫ টন, যা এর আগে ধারণা করা হত আট দশমিক আট টন। আর এদের উচ্চতা ১২ মিটার নয়, বরং ১৫ মিটার পর্যন্ত হতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us