দূর থেকে মন নিয়ন্ত্রণ করবে যন্ত্র

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১৭:১২

কার মনে কী আছে, এই শঙ্কায় কতই না দ্বিধায় থাকি আমরা। শুধুই কি তাই, অন্যের মন পেতে চেষ্টাও কম করেন না অনেকে। এবার দুর থেকে অন্যের মন নিয়ন্ত্রণ করতে সক্ষম যন্ত্র তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্সের (আইবিএস) বিজ্ঞানীরা। তাদের দাবি, চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে দূর থেকে মস্তিষ্ককে নির্দিষ্ট কাজের নির্দেশনা দিতে পারে মন নিয়ন্ত্রণ বা মাইন্ড কন্ট্রোল যন্ত্রটি। এরই মধ্যে ইঁদুরের ওপরে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।


আইবিএসের বিজ্ঞানীদের উদ্ভাবিত যন্ত্রটি মূলত মস্তিষ্কের নিউরনকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এই কৌশলকে ম্যাগনেটো-মেকানিক্যাল জেনেটিকস (এমএমজি) বা ব্রেন-মডুলেটিং প্রযুক্তিও বলা হয়। যন্ত্রটি কাজে লাগিয়ে বিজ্ঞানীরা গবেষণাগারে নারী ইঁদুরের ওপর চুম্বকীয় উদ্দীপনা ব্যবহার করে একটি গোলকধাঁধার হারিয়ে যাওয়া ইঁদুর খুঁজতে সংকেত পাঠান। নির্দেশ পাওয়ার পর মস্তিষ্ক নিয়ন্ত্রিত ইঁদুর অন্য ইঁদুরের তুলনায় দ্রুত কাজটি করতে সক্ষম হয়। এ ছাড়া যন্ত্রের মাধ্যমে সংকেত পাঠিয়ে কিছু ইঁদুরকে কম খাওয়ার সংকেত পাঠান বিজ্ঞানীরা। কিছুদিন পর দেখা গেছে, সংকেত পাওয়া ইঁদুরগুলোর ওজন গড়ে ১০ শতাংশ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us