ক্ষোভের মুখে দিশেহারা পুলিশ

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১১:৪৯

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় মাঠে থাকা পুলিশের অনেক ইউনিট কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। আন্দোলনকারীদের সরানোর পরিবর্তে আত্মরক্ষাই চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছিল পুলিশ সদস্যদের। জনরোষে পড়ে দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন অধিকাংশ সদস্য। পরিস্থিতি এমন দাঁড়ায় যে রায়ট গিয়ার (হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, বুট, লেগগার্ড) পরা অর্ধশতাধিক পুলিশ সদস্যকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠাতে হয়। কোথাও কোথাও আটকে পড়া সদস্যদের উদ্ধারে পাঠানো হয় অতিরিক্ত পুলিশ ও সাঁজোয়া যান।


পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এখন আলোচনা শুরু হয়েছে দাঙ্গা দমনে পুলিশের সক্ষমতা নিয়ে। এর কারণ খুঁজতে শুরু করেছে পুলিশ প্রশাসনও। এর অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা সদস্যদের সঙ্গে কথা বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ভেবে প্রথমে নমনীয় ছিলেন পুলিশ সদস্যরা। পরবর্তী সময়ে বিক্ষুব্ধরা বেপরোয়া হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us