ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ–সংক্রান্ত বিধিবিধানে কিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। স্বতন্ত্র পরিচালক হওয়ার ক্ষেত্রে বিশেষ কয়েকটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিকে আবশ্যিক শর্ত হিসেবে নির্ধারণ করা হলেও ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী ও পেশাদার হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ব্যাংক কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা যাবে বলে আগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল।