উড়োজাহাজে যে কাজগুলো করবেন না

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৪:২০

কাজের প্রয়োজনে কিংবা অবসরযাপনে উড়োজাহাজে চেপে দেশে ও বিদেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন অনেকেই। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তবেই এই বাহনে যাতায়াতের সুযোগ মেলে। সে তো পুরোদস্তুর কাগুজে নিয়ম–কানুন। সব কথা তো আর কাগজে লেখা থাকে না। নিজের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু ব্যবস্থা নিজ থেকেই করে রাখা ভালো। আর বহু যাত্রীর সঙ্গে ভাগাভাগি করে যে যাত্রা, তার কিছু অলিখিত বিধিবিধানও থাকে।


যেসব কাজে নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়



  • সিটবেল্ট না বেঁধে কখনোই ঘুমাবেন না। ঘুমের মধ্যে হঠাৎ ঝাঁকুনির কারণে আপনি পড়ে যেতে পারেন।

  • বিমানে কখনোই খালি পায়ে উঠবেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন মেঝেতেও জীবাণু থাকে, যা আপনি খালি চোখে দেখতে পাবেন না।

  • নিজ আসনের ওপরে লাগেজ রাখার স্থান ছাড়া অন্য জায়গায় লাগেজ রাখবেন না।

  • যাতায়াতের পথ আটকে দাঁড়িয়ে থাকবেন না।

  • লাইন ভেঙে আগে নামতে যাবেন না, তাতে হুড়োহুড়ি হয়। সময়ও বেশি লেগে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us