কোটা সংস্কারের আন্দোলনের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সড়কে নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়কের রুপাতলীতে কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে। এতে পুরো নগরী স্থবির হয়ে পড়ে। মহাসড়কে যানচলাচল কমে এসছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু করে।
শিক্ষার্থী মাহফুজ বলেন, পুলিশ আমাদের সড়ক ছাড়তে বলেছে। কিন্তু আমরা ছাড়ব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। গুলিতো আমাদের বুকে লেগেছে। আমরা ব্যথা বুঝি। আমাদের ওপর সরকার অবিচার করছে।
এর আগেও বুধবার রাত দেড়টা পর্যন্ত বরিশাল ঢাকা মহাসড়ক অবরুদ্ধ ছিল। ওইদিন বেলা ১১টায় চৌমাথা, রূপাতলী ও নথুল্লাবাদে কর্মসূচি শুরু করে। দুপুর ১টার দিকে চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের সাথে জড়িয়ে পড়ে পুলিশ।