হল ছাড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা যায়।
এর আগে, বুধবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়ার পর শিক্ষার্থীদের কথা চিন্তা করে সেই সময়সীমা বর্ধিত করে আজ সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গত দুই দিনব্যাপী সারাদেশে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে ছয়জন নিহত হন। এ অবস্থায় হল ত্যাগের নির্দেশ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।