সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কে হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের শিক্ষার্থীরা। তবে নিরাপদে হল থেকে বের হলেও অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার মূল ফটকগুলোতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নীলক্ষেত ও শাহবাগ মোড়ে বেশ কিছু শিক্ষার্থীকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্যাতন করেছেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। এর আগে বিকেল ৪টার পর থেকে দুই ঘণ্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।