মিডিয়া জায়ান্ট ডিজনির অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য চুরি করেছে এক দল হ্যাকার। আর কোম্পানিটি নিশ্চিত করেছে, এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।
অন্যদিকে হ্যাকার দলটির দাবি, তারা হ্যাকিংয়ের মাধ্যমে শিল্পীদের অধিকার রক্ষা করছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
নালবুলজ নামের হ্যাকার দলটি বলেছে, তারা ডিজনি কর্মীদের হাজার হাজার মেসেজ ও প্রতিটি সম্ভাব্য ফাইল ডাউনলোড করেছে।