রাজধানীর জোয়ারসাহারা এলাকায় নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করছিল একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে ফ্ল্যাটও বিক্রি করেছিল তারা। অভিযোগ পেয়ে চলতি বছরের এপ্রিলে সেখানে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পেয়ে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন তাঁরা।
আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড সাভারে দুটি বেজমেন্টসহ চারতলা একটি ভবন নির্মাণ করছিল। ভবনটি নির্মাণে রাজউক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। গত বছরের মে মাসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেন। পাশাপাশি অনুমোদনহীন ভবন নির্মাণের দায়ে মালিকপক্ষকে ৩০ লাখ টাকা জরিমানা করেন।