ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির কারণে ভারতের আসাম রাজ্যে বিপর্যস্ত লাখো মানুষের জীবন। কিন্তু ২০১৭ সালের মতো এবার বন্যায় সম্ভবত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতের অন্যতম বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র এবং সাফারি পার্ক কাজিরাঙা। সেখানকার সবচেয়ে দর্শনীয় প্রাণী এক শিংয়ের গন্ডার। এবারের বন্যায় অন্তত ১০টি গন্ডার এ পর্যন্ত মারা গেছে। সরকারি হিসাবে মারা গেছে আরও অন্তত ২০০ পশুপাখি।
আসামের বন দপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, কাজিরাঙার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।