কোপা আমেরিকায় আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর একটু বেশিই উন্মাদনা পেয়ে বসেছিল এনজো ফার্নান্দেজকে। তবে সে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ন্যক্কারজনকভাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা লাইভ ভিডিওতে তিনি একটি গান গেয়ে ওঠেন, যাতে ফ্রান্স দলকে নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ছিল।
গানটি দ্রুতই ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠলে বিপদ আঁচ করতে পারেন ফার্নান্দেজ। পরক্ষণেই ক্ষমা চেয়ে নেন। তবে চেলসির এই আর্জেন্টাইন মিডফিল্ডার ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না। তাঁর বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) ও ফিফাকে চিঠি দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফার্নান্দেজের ক্লাব চেলসি এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।