কোটা সংস্কার আন্দোলনকারীরা যশোর শহরের রেলগেট এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেন। বুধবার বেলা সাড়ে তিনটায় ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন আন্দোলনকারীরা। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে ট্রেনটি আবার ছাড়ে।
যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আইনাল হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন বেলা ৩টা ২০ মিনিটে যশোর জংশন ছেড়ে যায়। ট্রেনটি শহরের রেলগেট অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ট্রেনটি থামিয়ে দেন।