এক শিক্ষার্থী বিদ্যালয়ে আলুর চিপস নিয়ে গিয়েছিল। তবে সেটি কোনো সাধারণ চিপস ছিল না। ছিল আলুর ‘প্রচণ্ড ঝাল’ চিপস। সহপাঠীদের নিয়ে সেই চিপস খাওয়া হয়। খাওয়ার পর প্রচণ্ড ঝালের কারণে অসুস্থ বোধ করায় ১৪ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিওতে। গতকাল মঙ্গলবার দেশটির পুলিশ এ কথা জানায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, টোকিওর একটি হাইস্কুলের এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রচণ্ড ঝালযুক্ত আলুর চিপস নিয়ে যায়। পরে প্রায় ৩০ জন সহপাঠী সেই চিপস খায়।
খাওয়ার পরপরই প্রচণ্ড ঝালের কারণে অস্বস্তি বোধ করতে শুরু করে শিক্ষার্থীরা। কয়েকজনের বমি বমি ভাব হয়। কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের মুখের চারপাশে ব্যথা করছে। জরুরি ভিত্তিতে ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ডাকা হয়।