সত্যিকার ইসলামি দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য: জেডি ভ্যান্স

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৬:১৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামি দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। তিনি বলেছেন, লেবার পার্টির শাসনে যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর ‘সত্যিকার ইসলামি’ দেশে পরিণত হতে পারে। তবে ভ্যান্সের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনেই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের ৩৯ বছর বয়সী সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।


গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটনে ন্যাশনাল কনজারভেটিজম কনফারেন্স নামের এক ধর্মীয় সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, ‘যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর প্রথম সত্যিকার ইসলামি দেশ হয়ে যেতে পারে। কারণ লেবার দল এখন ক্ষমতায়।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us