কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘আমি কে, তুমি কে; রাজাকার, রাজাকার’ স্লোগান নিয়ে লিখে সমালোচনার মুখে পড়েছেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
মঙ্গলবার (১৬ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এ অধ্যাপকের লেখার একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লেখাটির সত্যতা জানতে মোবাইল ফোনে জাফর ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে লেখাটি তার এবং স্বাক্ষরও তার বলে নিশ্চিত করেন।
কোটা সংস্কার আন্দোলন বিষয়ে অধ্যাপক জাফর ইকবালের সেই প্রতিক্রিয়া নিয়ে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামনে এসেছে নতুন তথ্য। মঙ্গলবার দিনগত রাতে জাফর ইকবাল নিজেই জাগো নিউজকে জানান, যে অংশটুকু ফেসবুকে ছড়িয়েছে, সেটুকুই পুরো লেখা নয়। লেখার একেবারে শেষ অংশ কে বা কারা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে তাতে তার কোনো আপত্তি নেই বলেও জানান।
‘সাদাসিধে কথা’র অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে সেই লেখাটির পুরোটা এখন পাওয়া যাবে বলেও উল্লেখ করেন জাফর ইকবাল। পরে ওই ওয়েবসাইটে (https://sadasidhe.com/) ঢুকে জাফর ইকবালের নিজ হাতে লেখাটা পাওয়া যায়। সেখানে ‘কোটা’ শিরোনামে যে লেখাটা ১৫ জুলাই ২০২৪ তারিখে লেখা হয়েছে, সেটি অসমাপ্ত বলেও ঘোষণা দেওয়া হয়েছে।