কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো বাধা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
বুধবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
নাহিদ বলেন, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন হলগুলোকে সন্ত্রাসমুক্ত করছে। আপনারা এই কাজটিকে অব্যাহত রাখুন এবং সবাই সংঘবদ্ধ থাকুন। ‘যদি কোথাও কোনো বাধা আসে তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করব। বাধা আসলে, বাধবে লড়াই’।