আইওএস-এর নতুন সংস্করণের ফটোজ অ্যাপের সঙ্গে একটি ‘রিকভার্ড’ অ্যালবাম যুক্ত করেছে অ্যাপল, যা হারানো বা ক্ষতিগ্রস্থ ছবি ও ভিডিও ফাইল সংরক্ষণ করবে।
অ্যাপল বলছে, ফিচারটি আগের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্থ হওয়া ছবি ও ভিডিও শনাক্ত করবে এবং ‘রিকভার্ড’ অ্যালবামের মাধ্যমে সেগুলো দেখাবে।
নতুন এ অ্যালবামটি আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ এবং ম্যাকওএস সিকোয়া-তে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক।