কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গতকাল সোমবারের হামলার ঘটনার পরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগ করার কথা জানিয়েছেন।
পদত্যাগের বিষয়টি জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা যাচাই–বাছাই করছেন। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। এর বেশি কিছু তিনি বলতে চাননি।