জনপ্রিয় ক্রেডিট কার্ডের সার্বিক ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পন্ন লেনদেনে ভাটা লক্ষ করা গেছে। মাত্র তিন মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে লেনদেন কমেছে ৭০৭ কোটি টাকা। শতকরা হিসাবে দাঁড়ায় ২০ দশমিক ২৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা। সেখান থেকে কমে এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৩ হাজার ২৯০ কোটি টাকা। আর মে মাসে লেনদেন হয়েছে মাত্র ২ হাজার ৭৮৩ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭০৭ কোটি টাকা বা ২০ দশমিক ২৬ শতাংশ।