ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’-এর ‘লাগে উরাধুরা’ গান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গানটির গীতিকার শরীফ উদ্দিন। তিনি জানান, দুই বছর আগে নিজে গাওয়ার জন্য গানটি তিনি প্রীতম হাসানকে দিয়েছিলেন। তাঁকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছেন প্রীতম হাসান। এমনকি তাঁর অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে এ গানে।
শরীফ উদ্দিন বলেন, ‘দুই বছর আগে প্রীতম হাসানের স্টুডিওতে আরেকটি গান নিয়ে গিয়েছিলাম। সে সময় লাগে উরাধুরা গানটি তাকে দিয়ে বলি, গানটি রাখো, পরে এসে আমি গাইব। পরবর্তী সময়ে সে আমাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছে। দুই মাস আগে সে আমাকে ২০ হাজার টাকা দিয়ে জানায়, এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। আমার কাছ থেকে একটি কাগজও নেয়।’