পিএসসির প্রশ্নফাঁস: ফেঁসে যাচ্ছেন চক্রের কাছে ভাড়া দেওয়া ফ্ল্যাট মালিকরাও

যুগান্তর প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৪

বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসির প্রশ্নফাঁস চক্রের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে চায় সিআইডি। পাশাপাশি যেসব ভবনে ফ্ল্যাট ভাড়া করে প্রার্থীদের পড়ানো হয়েছে সেসব ফ্ল্যাট মালিকরাও নিজেদের দায় এড়াতে পারেন না। তাই তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। অন্যদিকে কোচিং বাণিজ্যে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়েও কঠোর হচ্ছে পিএসসি। আরও চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


এদিকে সিআইডির তদন্তে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে চক্রের নতুন নতুন সদস্যের নাম। তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। কারাগারে থাকা পিএসসির তিন কর্মকর্তাসহ ১০ জনের রিমান্ড শুনানি হবে আজ মঙ্গলবার। এর আগে ১১ জুলাই (বৃহস্পতিবার) তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে সিআইডি।


সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশ্নফাঁসের পর এর উত্তরসহ প্রার্থীদের যেসব ফ্ল্যাটে জড়ো করে পড়ানো হয়েছে, চক্রের ভাষায় এসব ফ্ল্যাটকে বুথ বলে। ঢাকা ও ঢাকার আশপাশে এ পর্যন্ত পাঁচটি বুথের সন্ধান পেয়েছে সিআইডি। এর মধ্যে মোহাম্মদপুরে একটি, শেওড়াপাড়ায় একটি, ফকিরাপুলে একটি, গুলশানে একটি ও সাভার রেডিও কলোনিতে একটি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us