হুথি বিদ্রোহীদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট

যুগান্তর প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১৯:৫৫

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান। হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাতের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ প্রশংসা করেন। তিনি লোহিত সাগরে হুথিদের পদক্ষেপকে ‌’সাহসী’ সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন।


গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, শুধু ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু। এ হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ ও বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুথি হামলায় কমপক্ষে ৭০টি জাহাজ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চারজন ক্রু নিহত ও দু’টি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুথিদের কবজায় রয়েছে। 
 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us